Saturday, April 05, 2025

Breaking News

PageNavi Results No.

Widget Random Post No.

Comments system

[blogger][disqus][facebook]

Labels Max-Results No.

Tuesday, 24 August 2021

করোনা কোভিড-১৯ আপডেট সংবাদ (৫ এপ্রিল,২০২২)

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। স্থানীয় সময় বুধবার তার শরীরে এ কোভিড-১৯ শনাক্ত হয়। রিপোর্ট পাওয়ার পর থেকেই নিজ বাড়িতে আইসোলেশনে থেকে কাজ করছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ এই কূটনীতিক। গত ২৮ এপ্রিল/২০২২, বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও এ নিয়ে বিবৃতি দিয়েছে। তারা লিখেছে, ‘মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন করোনা টিকার উভয় ডোজ এবং বুস্টার ডোজও নিয়েছিলেন। তবে করোনায় আক্রান্ত হওয়ার পর তার শরীরে হালকা উপসর্গ দেখা দিয়েছে।’ বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেনের সুরক্ষার বিষয়টি নিয়েও বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘তিনি তার নিজের কার্যালয়ে ফিরে আসতে এবং যত তাড়াতাড়ি সম্ভব নিজের সম্পূর্ণ দায়িত্ব ও ভ্রমণ পুনরায় শুরু করতে উন্মুখ হয়ে রয়েছেন।’ GatesNotes GatesNotes My new book on pandemics is almost here How to Prevent the Next Pandemic By Bill Gates | April 30, 2022 The book I’ve been working on for the past year, How to Prevent the Next Pandemic, comes out on May 3. I’m excited to get out there and talk about it, because even though COVID-19 isn’t totally behind us, this is the right time to be discussing how the world can make sure no one ever has to live through anything like this again. No one who has been through the COVID-19 catastrophe needs to be told why pandemic prevention matters—the death toll and economic losses have been enormous. But investing in the systems needed to keep outbreaks from going global has another benefit: shrinking the gap in health between people in rich countries and poor ones. Virtually everything the world should do to prevent pandemics will also be useful in fighting diseases like malaria and HIV/AIDS—and vice versa. As a Gates Notes Insider, you can get a preview of the book by downloading a free chapter. “Practice, Practice, Practice” is about why the world should be running outbreak simulations—and the fascinating history of previous simulations like Crimson Contagion and Dark Winter. I learned a lot working on the chapter and hope you’ll enjoy it. Download a free chapter You can also learn more about what’s in the book from this series of blog posts I’ve published on Gates Notes. And if you’re interested in pre-ordering How to Prevent the Next Pandemic, you can do it here. Thanks for being an Insider! Bill signature https://www.gatesnotes.com/media/features/books/20220329-HTPTNP-Excerpt-003.pdf ইম্পিরিয়াল কলেজ, লন্ডনের গবেষকদের দাবীঃ সাধারণ সর্দি-তে রয়েছে করোনা কোভিড-১৯ থেকে সুরক্ষা (সূত্রঃ ন্যাচারাল কমিউনিকেশন্স জার্নালে গবেষণা প্রতিবেদন) । গবেষকেরা বলেছেন, সাধারণ জ্বর-সর্দি-কাশির মতো ভাইরাস থেকে শরীরে উৎপন্ন উচ্চ মাত্রার টি-সেল করোনার সংক্রমণ থেকে মানুষকে সহজে সুরক্ষা দিতে সক্ষম। যুক্তরাজ্যের ইম্পিরিয়াল কলেজ লন্ডনের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। আশা করা যায় এই গবেষণা ভবিষ্যতে করোনার টিকা তৈরিতে সহায়তা করতে পারে। গত ১০ জানুয়ারি, ২০২২ তারিখ সোমবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাচারাল কমিউনিকেশনস জার্নালে গবেষণা প্রতিবেদনে জানা যায় যে, গত সেপ্টেম্বরে করোনা নিয়ে গবেষণা শুরু করেন ইম্পিরিয়াল কলেজ লন্ডনের গবেষকেরা। সাধারণ ভাইরাসজনিত সর্দি-জ্বরে আক্রান্তের ফলে ৫২ জনের শরীরে উৎপন্ন টি-সেলের কার্যক্রম পর্যবেক্ষণ করেন তাঁরা। গবেষণায় দেখা গেছে, কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শের পরও আগে থেকেই শরীরে উচ্চ মাত্রায় টি-সেল থাকায় ৫২ জনের মধ্যে ২৬ জন সংক্রমণ থেকে রক্ষা পান। গবেষণা প্রতিবেদক রিয়া কুণ্ডু জানান, ‘আমরা মানুষের শরীরে আগে থেকে বিদ্যমান উচ্চ মাত্রার টিল-সেল খুঁজে পেয়েছি, যা সাধারণ সর্দির মতো ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে সেগুলো শরীরে উৎপন্ন হয়েছে। এই টি-সেল কোভিড-১৯ সংক্রমণ থেকে রক্ষা করতে পারে।’ তবে গবেষকেরা সতর্ক করে বলেন, সম্প্রতি জ্বর-সর্দি থেকে সেরে উঠেছেন, তাই আর করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি একেবারে নেই, এমনটা ভাবলে ‘বড় ধরনের ভুল’ হবে। এদিকে সিএনবিসি গতকাল জানায়, ইউনিভার্সিটি অব সাইপ্রাসের বায়োলজিক্যাল সায়েন্সেসের অধ্যাপক লিওনডিওস কসট্রিকিস স্থানীয় সময় শুক্রবার দেশটির সংবাদমাধ্যমের কাছে ডেলটাক্রন নামের করোনার নতুন ও মিশ্র একটি ধরন শনাক্ত হওয়ার খবর জানান। লিওনডিওস সাইপ্রাসের ল্যাবরেটরি অব বায়োটেকনোলজি অ্যান্ড মলিকিউলার ভাইরোলজিরও প্রধান। লিওনডিওস বলেন, এখন অমিক্রন ও ডেলটার সহসংক্রমণ চলছে। তাঁরা করোনার এমন একটি নতুন ধরন শনাক্ত করেছেন, যেটি অমিক্রন ও ডেলটার সংমিশ্রণ। (তথ্য সূত্রঃ প্রথম অআলো, ১১ জানুয়ারি, ২০২২)।

 

ফাইজারের টিকা নিয়ে সুখবর জানালো স্বাস্থ্য মন্ত্রণালয়

ফাইজার-বায়োএনটেকের ১০ লাখ ডোজ করোনা টিকা আগামী ৩০ আগস্ট, ২০২১ তারিখ দেশে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানান।


অত্যন্ত বিপজ্জনক ওমিক্রন, প্রস্তুতি নিন : ডব্লিউএইচও করোনাভাইরাসের রূপান্তরিত ধরন ওমিক্রন ‘অত্যন্ত ঝুঁকি’ তৈরি করতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ভাইরাসটি ইতোমধ্যে বিশ্বের অন্তত ১৩টি দেশে ছড়িয়ে পড়েছে। পাশাপাশি ভাইরাসের এই ধরনকে মোকাবিলায় বিশ্বকে দ্রুত প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক এই সংস্থা। সোমবার (২৯ নভেম্বর) জেনেভায় ডব্লিউএইচওর সদর দপ্তর থেকে ওমিক্রন নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বিবৃতিতে ১৯৪টি সদস্যদেশকে টিকাদান কর্মসূচির গতি আরও বাড়ানোর পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ‘মূল করোনাভাইরাস ও তার অন্যান্য রূপান্তরিত ধরনসমূহের তুলনায় ওমিক্রনের স্পাইক প্রোটিনের সংখ্যা অনেক বেশি। সংস্থাটির আশঙ্কা, এটি মহামারির পুরো চিত্র আরও বিপর্যয়কর করে তুলতে পারে।’ ওমিক্রনকে ‘উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ হিসেবে তালিকাভূক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, ‘এই ভ্যারিয়েন্টের তীব্রতার মাত্রা বোঝার জন্য কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত লাগতে পারে।’ আগের সব ভ্যারিয়েন্টের তুলনায় সম্ভাব্য অতি-সংক্রামক ওমিক্রন গত বুধবার দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয়। এরপর থেকে এই ভ্যারিয়েন্ট অস্ট্রেলিয়া, বেলজিয়াম, বতসোয়ানা, ব্রিটেন, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হংকং, ইসরায়েল, ইতালি এবং নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডে শনাক্ত হয়েছে। -সৌজন্যেঃ দৈনিক পূর্বকোণ, ৩০-১১-২০২১। ওমিক্রন ‘অধিক সংক্রামক’, বললেন ফাউসি যুক্তরাষ্ট্রের মহামারি মোকাবিলায় গঠিত কমিটির প্রধান ও প্রেসিডেন্ট জো বাইডেনের করোনাবিষয়ক উপদেষ্টা অ্যান্থনি ফাউসি মনে করছেন, দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনকে ‘অধিক সংক্রামক’। আমেরিকানদের টিকা এবং বুস্টার ডোজ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তিনি। এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ মেডিক্যাল উপদেষ্টা অ্যান্থনি ফাউসি বলেছেন, যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে সংক্রমণ বাড়ছে এবং আমেরিকানরা ‘একটি অন্ধকার বা ঝাপসা শীতের দিকে যাচ্ছে কি-না’ সেটির ওপর নতুন ভ্যারিয়েন্টের উত্থান এবং প্রতিরোধের জোরদার উপায় প্রভাব ফেলবে।’ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের পরিচালক ফ্রান্সিস কলিনস বলেছেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই… তবে গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন শনাক্তের ঘটনায় আতঙ্কিত হওয়ার দুর্দান্ত কারণ রয়েছে। এর আগে, গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকার আটটি দেশে যুক্তরাষ্ট্রের ভ্রমণ বিধি-নিষেধ আরোপ করেন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার ওমিক্রন মোকাবিলায় যুক্তরাষ্ট্রের নেওয়া পদক্ষেপের ব্যাপারে অ্যান্থনি ফাউসি এবং মার্কিন করোনা মোকাবিলা দল বাইডেনকে হালনাগাদ তথ্য জানাবে। আফ্রিকার দক্ষিণাঞ্চলে করোনার নতুন প্রজাতি ওমিক্রন অত্যন্ত দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যে বিশ্বের ১৩টি দেশে এই ভ্যারিয়েন্ট পৌঁছে গেছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোমবার জানিয়েছে। রোববার এবিসি নিউজের দিজ উইক অনুষ্ঠানে অংশ নিয়ে অ্যান্থনি ফাউসি বলেন, অনিবার্যভাবে যুক্তরাষ্ট্রেও এই ভ্যারিয়েন্ট ছড়াতে পারে। প্রশ্ন হচ্ছে, আমরা কি এটার জন্য প্রস্তুত হবো? আগের সব ভ্যারিয়েন্টের তুলনায় সম্ভাব্য অতি-সংক্রামক ওমিক্রন গত বুধবার দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয়। এরপর থেকে এই ভ্যারিয়েন্ট অস্ট্রেলিয়া, বেলজিয়াম, বতসোয়ানা, ব্রিটেন, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হংকং, ইসরায়েল, ইতালি এবং নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডে শনাক্ত হয়েছে। ওমিক্রনকে ‘উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ হিসেবে তালিকাভূক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, ‘এই ভ্যারিয়েন্টের তীব্রতার মাত্রা বোঝার জন্য কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত লাগতে পারে।’ করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে প্রথম সতর্ক ঘণ্টা বাজানো দক্ষিণ আফ্রিকার মেডিক্যাল এসোসিয়েশনের চেয়ারম্যান অ্যাঞ্জেলিক কোয়েৎজি বলেছেন, তার কাছে চিকিৎসা নেওয়া সন্দেহভাজন কয়েক ডজন ওমিক্রন আক্রান্ত রোগীর শরীরে কেবলমাত্র মৃদু উপসর্গ দেখেছেন তিনি। হাসপাতালে ভর্তি হওয়া ছাড়াই তারা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। দিকে, বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করে দক্ষিণ আফ্রিকা বলেছে, বিশ্বের এই সিদ্ধান্ত অন্যায্য এবং দক্ষিণ আফ্রিকার অর্থনীতির জন্য ক্ষতিকর। দক্ষিণ আফ্রিকার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত করার বৈজ্ঞানিক সক্ষমতাকে শাস্তি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে দেশটি। সৌজন্যেঃ দৈনিক পূর্বকোণ, ৩০-১১-২০২১। সূত্র: ব্লুমবার্গ, রয়টার্স। ডেল্টার চেয়ে অনেক বেশি রূপবদল করেছে ওমিক্রন করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ভ্যারিয়েন্ট দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকার বেশ কয়েকটি দেশে শনাক্ত হয়েছে। এরপরই বিশ্বজুড়ে ছড়িয়েছে আতঙ্ক। এর মাঝেই এবার করোনার এই ভ্যারিয়েন্টের প্রথম ছবি প্রকাশিত হয়েছে। এই ছবি সামনে আনে ইতালির রাজধানী রোমের বিখ্যাত ব্যামবিনো গেসু হাসপাতাল। এতে দেখা যাচ্ছে- ভারতে প্রথম শনাক্ত করোনার ডেল্টা ধরনের তুলনায় অনেক বেশি রূপবদল করেছে দক্ষিণ আফ্রিকার শনাক্ত হওয়া ভাইরাসের সর্বশেষ ভ্যারিয়েন্ট ওমিক্রন। ব্যামবিনো গেসু হাসপাতালের প্রকাশিত করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের জিনগত গঠন সম্পর্কে গবেষকরা জানিয়েছেন, ‘ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ওমিক্রন বহুবার মিউটেশন ঘটিয়েছে এবং জিনটির একটি জায়গাতেই সকল প্রোটিন ঘনীভূত হয়েছে, যেটি মানবদেহের কোষের সঙ্গে মিথস্ক্রিয়া করে।’ গবেষকরা আরও জানিয়েছেন, করোনাভাইরাসের বারবার নতুন রূপে ফিরে আসার অর্থ এটা নয় যে, এই ভ্যারিয়েন্টটি আরও ভয়ঙ্কর। তবে এই ভাইরাস অন্য রূপ বদল করে মানবদেহের সঙ্গে আরও অভিযোজিত হয়ে গেছে। করোনাভাইরাসের নতুন অভিযোজিত রূপ ওমিক্রন কতটা ভয়ঙ্কর, সে বিষয়ে এখনই নিশ্চিত নন গবেষকরা। তাদের মতে, ‘এই অভিযোজন যদি নিরপেক্ষ হয়, তাহলে সেটা কম বিপজ্জনক নাকি বেশি বিপজ্জনক তা অন্য গবেষণায় জানা যাবে।’ মিলান স্টেট ইউনিভার্সিটির ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজির অধ্যাপক ও ব্যামবিনো গেসুর গবেষক ক্লাউডিয়া আলতেরি বলছেন, ‘গবেষক দল আপাতত মিউটেশনের ত্রিমাত্রিক স্পাইক প্রোটিনের মিউটেশনের অনুসন্ধানের ওপরই গুরুত্ব আরোপ করেছেন।’ তিনি আরও বলেন, ‘ওমিক্রন ভ্যারিয়েন্টের যে ছবিটি প্রকাশিত হয়েছে, সেটির মাধ্যমে কেবল এই প্রজাতির অভিযোজনের সবগুলো বৈচিত্র্যের একটি নকশা ফুটে উঠেছে। তবে এটির ভূমিকা ওই ছবি বর্ণনা করছে না।’ অবশ্য ওমিক্রন কতটা ভয়ঙ্কর এবং মানবদেহে এর কী প্রভাব পড়ছে তা জানার জন্য আরও বাস্তবিক গবেষণার প্রয়োজন রয়েছে বলে মনে করেন ক্লাউডিয়া আলতেরি। তার ভাষায়, ‘এই মিউটেশনের সংমিশ্রণ কতটা সংক্রামক অথবা ভ্যাকসিনের কার্যকারিতার ওপর প্রভাব ফেলতে পারে কি না তা এখন উদাহরণস্বরূপ ল্যাবরেটরিতে পরীক্ষা করে নির্ধারণ করাই জরুরি।’ গত বুধবার দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপরই তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। গ্রিক বর্ণমালার ১৫ নম্বর অক্ষর অনুযায়ী এই ভ্যারিয়েন্টকে ‘ওমিক্রন’ নামকরণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সৌজন্যেঃ (১). দৈনিক পূর্বকোণ, ৩০-১১-২০২১। (২) বার্তাসংস্থা এএফপি এর সোমবার (২৯ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদন।

No comments:

Post a Comment

Designed By Published.. Blogger Templates