“করোনা কোভিড-১৯" মহামারী থেকে নাজাত-হিফাজাতের মাসনূন-দোয়া-কালাম
১ বছর ৬ মাস ২২ দিন হতে চলল এখনো করোনা ভাইরাস বিদায় নেয়ার নাম-গন্ধও নাই বরং আরও উচ্চ সংক্রমণ শক্তিতে শক্তিমান হয়ে বিশ্বব্যাপী সংক্রমণ বাড়িয়েই চলেছে। কখন থামবে একমাত্র আ'লিমুল গয়ব ওয়াশশাহাদাহ আল্লাহ রব্বুল আলামীন ব্যতিত আর কেহ হলফ করে বলার মত নয়।
মুসলমানের জন্য করোনাকালীন দুটি পথ খোলা রয়েছে ১.দোয়া এবং দাওয়া (ওষুধপত্র-চিকিৎসা)। তাই আসুন চিকিৎসার পাশাপাশি এ সঙ্কটময় মুহূর্তে আমরা যারা মুসলিম, তাদের জন্য হাদিসে বর্ণিত এমন কিছু দুআ ও আমল আছে, যা অনুসরণ করলে আশা করা যায় আল্লাহ এ বিপদ থেকে আমাদের রক্ষা করবেন। এগুলো যে কেবল করোনা ভাইরাসকেই উপশম বা আরোগ্য করবে তা নয়; বরং মহান আল্লাহর ইচ্ছায় অন্যান্য বালা-মুসিবতও দূর করবে ইনশাআল্লাহ। দুআ ও আমলগুলো সংক্ষেপে নিম্নে উল্লেখ করছি :
১. বিভিন্ন রোগ-বালা থেকে বেঁচে থাকার জন্য
হাদিসে বর্ণিত নিম্নোক্ত দুআটি বারবার পড়তে থাকুন।
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ البَرَصِ، وَالْجُنُونِ، وَالْجُذَامِ، وَمِنْ سَيِّئِ الْأَسْقَامِ
(আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বারাসি ওয়াল
জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়িইল আসকাম)
সূত্র : সহিহু ইবনি হিব্বান : ১০১৭, সুনানু আবি দাউদ : ১৫৫৪, মুসনাদু আহমাদ : ১৩০০৪
২. করোনাক্রান্ত বা অন্য কোনো বিপদে নিপতিত
ব্যক্তিকে দেখলে নিম্নোক্ত দুআটি পড়ুন; তাহলে জীবনে কখনো সে রোগ বা বিপদে নিপতিত হবেন না।
الحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلاَكَ بِهِ، وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلا
(আল-হামদু লিল্লাহিল্লাজি আ’ফানি মিম্মাবতালাকা বিহি ওয়া ফাজ্জালানি আলা কাসিরিম মিম্মান খালাকা
তাফজিলা)
সূত্র : সুনানুত তিরমিজি : ৩৪৩১, সুনানু ইবনি মাজাহ : ৩৮৯২, মুসনাদু আবি দাউদ তায়ালিসি : ১৩
৩. হাসপাতাল, কারও বাসা কিংবা অন্য কোথাও গেলে নিম্নোক্ত দুআটি পড়ুন; ইনশাআল্লাহ সেখানে থাকাকালীন কোনো বিপদে আক্রান্ত হবেন না।
أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَق
(আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা
খালাকা)
সূত্র : সহিহু মুসলিম : ২৭০৮, সুনানুত তিরমিজি : ৩৪৩৭, সুনানুন নাসায়ি, কুবরা : ১০৩১৮
৪. প্রত্যহ সকাল-বিকাল তিনবার করে নিম্নোক্ত
দুআটি পড়ুন; ইনশাআল্লাহ সেদিন আপনি
আকস্মিক কোনো ক্ষতি বা বিপদে নিপতিত হবেন না।
بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ، فِي الْأَرْضِ، وَلَا فِي السَّمَاءِ، وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
(বিসমিল্লাহিল্লাজি লা ইয়াজুররু মাআসমিহি শাইয়ুন
ফিল আরজি ওয়ালা ফিস সামায়ি ওয়াহুয়াস সামিউল আলিম)
সূত্র : সুনানু আবি দাউদ : ৫০৮৮, সুনানুত তিরমিজি : ৩৩৮৮, মুসনাদু আহমাদ : ৫২৮
৫. দুআ ইউনুস বেশি বেশি করে পড়ুন
এবং আল্লাহর কাছে বিপদ ও মহামারীতে আক্রান্ত হওয়া থেকে আশ্রয় প্রার্থনা করুন। এটা
পড়ে দুআ করলে আল্লাহ অবশ্যই তার দুআ কবুল করেন।
দুআ ইউনুস :
لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
(লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ
জালিমিন)
সূত্র : সুনানুত তিরমিজি : ৩৫০৫, মুসনাদু আহমাদ : ১৪৬২
৬. অধিক পরিমাণে ইসতিগফার করতে
থাকুন। প্রসিদ্ধ ইসতিগফারও পড়তে পারেন, সাইয়িদুল ইসতিগফারও পড়তে পারেন। তবে সাইয়িদুল ইসতিগফারই উত্তম ও শ্রেষ্ঠ।
প্রসিদ্ধ ইসতিগফার :
أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِيْ لَا إِلَهَ إِلَّا هُوَ الحَيُّ القَيُّوْمُ وَأَتُوْبُ إِلَيْهِ
(আসতাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা
ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়ুমু ওয়া আতুবু ইলাইহি।)
সূত্র : সুনানু আবি দাউদ : ১৫১৭, মুসনাদু আহমাদ : ১১০৭৪
সাইয়িদুল ইসতিগফার :
اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ
(আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা
খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া’দিকা
মাসতাতা’তু আউজুবিকা মিন শাররি মা সানা’তু আবুউ লাকা বিনি’মাতিকা আলাইয়া ওয়া আবুউ
লাকা বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা)
সূত্র : সহিহুল বুখারি : ৬৩০৬, সুনানুত তিরমিজি : ৩৩৯৩
৭. প্রচুর পরিমাণে নিম্নোক্ত দুআটি পড়তে থাকুন।
সকল বিপদ-আপদ থেকে বেঁচে থাকার জন্য এটা খুবই কার্যকর একটি দুআ।
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ، وَتَحَوُّلِ عَافِيَتِكَ، وَفُجَاءَةِ نِقْمَتِكَ، وَجَمِيعِ سَخَطِكَ
(আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন জাওয়ালি নি’মাতিকা ওয়া তাহাওউলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামিয়ি
সাখাতিকা) সূত্র : সহিহু মুসলিম : ২৭৩৯
৮. সকাল-বিকাল নিম্নোক্ত দুআটি একবার করে পড়ুন।
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي وَآمِنْ رَوْعَاتِي اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ وَمِنْ خَلْفِي وَعَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي وَمِنْ فَوْقِي وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي
(আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াতা ফিদ্দুনইয়া
ওয়াল আখিরাহ, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল
আফিয়াতা ফি দিনি ওয়া দুনইয়াইয়া ওয়া আহলি ওয়া মালি, আল্লাহুম্মাসতুর
আউরাতি ওয়া আমিন রাউআতি, আল্লাহুম্মাহফাজনি মিম বাইনি
ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন ফাউকি ওয়া আউজু
বিআজামাতিকা আন উগতালা মিন তাহতি)
সূত্র : সুনানু আবি দাউদ : ৫০৭৪, সুনানু ইবনি মাজাহ : ৩৮৭১
৯. সকাল-বিকাল তিনবার করে সুরা
ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস পড়ুন। ইনশাআল্লাহ সকল কিছুর জন্য এটা যথেষ্ট হয়ে
যাবে।
সুরা ইখলাস :
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، اللَّهُ الصَّمَد، لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَد
সুরা ফালাক :
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ، مِنْ شَرِّ مَا خَلَقَ، وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ، وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ، وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
সুরা নাস :
،قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ، مَلِكِ النَّاسِ، إِلَهِ النَّاسِ، مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ، مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ
সূত্র : সুনানু আবি দাউদ : ৫০৮২, সুনানুত তিরমিজি : ৩৫৭৫
১০. সকল প্রকার গুনাহ ও নাফরমানি পরিত্যাগ করে
পুরোপুরিভাবে আল্লাহর দিকে মনোনিবেশ করুন। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে
থাকুন এবং দান-সাদাকা বৃদ্ধি করুন। কেননা দান-সাদাকা বিপদাপদ দূর করে দেয়।
এগুলো সবই বিশুদ্ধ হাদিসের আলোকে প্রমাণিত।
আল্লাহর ওপর স্থির বিশ্বাস রাখুন; এবং সুন্নাহ
হিসেবে এসব দুআর পাশাপাশি ডাক্তারি নির্দেশনাগুলোও মেনে চলুন। তাকদিরে মৃত্যু লেখা
না থাকলে ইনশাআল্লাহ এতে আপনি সকল বিপদ-আপদ থেকে মুক্ত থাকতে পারবেন। বিশুদ্ধ
সুন্নাহ জানুন, সুন্নাহর ওপর আমল করুন। আল্লাহ আমাদের
সবাইকে আমল করার তাওফিক দান করুন।
·
وَمَا تَوْفِيقِي إِلَّا بِاللَّـهِ ۚ
·
Wama Taufiqui illa Billah.
·
ওয়ামা
তাওফিকী ইল্লা বিল্লাহঃ অর্থ: আমি তাঁর উপরই নির্ভর করি এবং তাঁরই প্রতি ফিরে যাই
(সূরাহ হুদ, আয়াতঃ ৮৮, [তাফসীরে মাআ’রেফুল
কোরআন, প্রথম খন্ড, চতুর্দশ সংস্করণ-২০১১, মূল: মুফতী মুহাম্মদ শফী (রহ.),
অনুবাদ: মাওলানা মুহিউদ্দীন খান (রহ.), ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ]
·
·
And
my success (in my task) Can only come from Allah.
·
THE
HOLY QUR’AN Sūra 11: Hūd (The Prophet Hūd), Ayat No. 88, Makki; Revealed at
Makka — Sections 10, Translation by Abdullah Yusuf Ali About QuranYusufAli.com
·
Online
rendition of the World’s most popular Abdullah Yusuf Ali Quran Translation in English
published alongside the original Arabic text, completed
in Lahore on the
fourth of April 1937. Famously promoted by
Sheikh Ahmed Deedat. South Africa.
· Published by Islamic Propagation Centre International, Durban,
South Africa.
No comments:
Post a Comment